বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান যে দলের অনেকে এখনো মেনে নিতে পারেননি, তা আবারও প্রকাশ্যে আসলো।দলীয় সূত্রে খবর, রবিবার কলকাতার ৬৮ নং ওয়ার্ডে ফার্ন রোডে তৃণমূলের (TMC) বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।সেখানে গিয়ে তৃণমূলেরই কয়েক জন সমর্থকের বাধার মুখে পড়তে হয় বাবুলকে।তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ।
এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল সমর্থকরা।বিক্ষোভকারীদের একাংশ স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামী বলে দাবি করেন।সূত্রের খবর, সেই সময় বাবুলকে বলতে শোনা যায়, ”এখানে কাউন্সিলরের অনুগামী বলে কেউ নেই। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।” যদিও রবিবার এলাকায় ছিলেন না কাউন্সিলর সুদর্শনা।সূত্র মারফত জানা গিয়েছে, তিনি কলকাতার বাইরে রয়েছেন।সোমবার তাঁর কলকাতায় ফেরার কথা।
দলীয় সূত্রে আরো জানা যাচ্ছে,এই ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে খোঁজ নিয়েছেন দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার।আগামী দিনে যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে,সে ব্যাপারে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে দুই পক্ষকেই সতর্ক করা হয়েছে।এই বিষয়ে দক্ষিণ কলকাতার এক তৃণমূল (TMC) নেতা বলেন, “জনসংযোগ করতেই রাজ্য জুড়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে দল।তাছাড়া দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়।ফলে সেখানে এই ধরনের ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে।তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে।”
আরো পড়ুন:Mamata : “বউবাজারে বিপত্তির জন্য দায়ী মমতা”-দাবি শুভেন্দুর