ইডি এবং সিবিআইয়ের তদন্তে তোলপাড় রাজ্য রাজনীতি।তবে যতোই তদন্তের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, ততই তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে।এবার বিরোধীদের সেই অভিযোগের বিরুদ্ধেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

শনিবার সফরের শেষ দিনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভায় যোগ দেন তিনি।অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়,কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী সাধারণ মানুষের পিছনে পড়েছে,তাদের হেনস্থা করছে?উত্তরে তিনি বলেন, “ইডি সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা।প্রথমে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে।তারপর তার তদন্তভার ইডি’র কাছে আসে।ইডি’র কাছে যথেষ্ট তথ্যপ্রমাণও থাকে।আর তারপর কোথাও নগদ টাকা কিংবা কোথাও গয়নাগাটি উদ্ধার হয়।”সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জি-২০ দেশ ও তাদের লক্ষ্য নিয়েও কথা বলেন।তিনি বলেন, “জি-২০-র একাধিক সদস্য দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।বর্তমানে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, তবুও আমরা এগিয়ে চলেছি।জি-২০র সদস্য দেশগুলির সঙ্গে আমাদের মিলিতভাবে কাজ করতে হবে নিজেদের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য।”

এছাড়াও পুনর্নবিকরণ শক্তির ব্যবহার ও ভারতে এখনও কয়লা ব্যবহারের চল নিয়ে তিনি বলেন, “একাধিক পশ্চিমী দেশ ফের কয়লার ব্যবহার শুরু করেছে।অস্ট্রিয়াও তাই করেছে।ব্রিটেনে সবথেকে পুরনো থার্মাল ইউনিট পুনরায় চালু করা হয়েছে।শুধুমাত্র ভারত নয়, একাধিক দেশই পুনরায় কয়লা ব্যবহার করে শক্তি উত্‍পাদন শুরু করেছে কারণ গ্যাসের সব জায়গায় পাওয়া যায় না এবং তা সহজলভ্যও নয়।”

এদিকে আবার নির্মলাকে পাল্টা জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।তাঁর কথায়, “নির্মলা সীতারমণের কথাতেই স্পষ্ট ইডি,সিবিআই বিজেপির অঙ্গুলিহেলনেই কাজ করছে।কাজে খুশি হওয়ায় কেন্দ্রীয় এজেন্সির প্রশংসায় পঞ্চমুখ নির্মলা।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বউবাজারে এই অবস্থা:দিলীপ ঘোষ!