স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টি (DBU) ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার একটি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোট ৭৫ টি জেলায় এই ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করবেন তিনি।

মূলত, ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থাকে দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

এই প্রকল্পে মোট ১১ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ১২ টি প্রাইভেট ব্যাঙ্ক এবং একটি ছোট ফিন্যান্স ব্যাঙ্ক অংশগ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের মাধ্যমে উপভোক্তারা ব্যাঙ্কের বিভিন্ন কাজ যেমন সেভিংস আকাউন্ট খোলা,

ব্যালেন্স চেক করা, পাসবই আপডেট, টাকাপয়সার লেনদেন, ফিক্সড ডিপোজিট, লোনের আবেদন, চেক সম্পর্কিত কাজ খুব সহজে করতে পারবেন।

শুধু তাই নয়, এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের মাধ্যমে ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য আবেদন, ট্যাক্স এবং বিভিন্ন বিল পেমেন্টও করতে পারবেন।

সারাবছর ধরে উপভোক্তারা খুব সহজে ডিজিটাল ব্যাঙ্কিং-এর সুবিধা উপভোগ করতে পারবেন।

পাশাপাশি, ডিজিটাল ব্যাঙ্কিং, সাইবার সিকিউরিটি সম্পর্কে উপভোক্তাদের ওয়াকিবহাল করে তোলা হবে।

উল্লেখ্য, ২০২২-২৩ এর বাজেট অধিবেশনে দেশের ৭৫ টি জেলায় ৭৫ টি

ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (DBU) স্থাপন করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

স্বাধীনতার ৭৫ বছর পূরণের অমৃত মহোত্‍সবে ডিজিটাল ভারতের লক্ষ্যে আরও একধাপ এগোতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।