ফের মানবিক রেল আর তাতেই শিশু ও তার মা পরিবারকে সুস্থ স্বাভাবিকভাবে পাঠানো হলো হাসপাতালে। এতেই খুশির হওয়া মেদিনীপুর জুড়ে। ঘটনাক্রমে জানা যায়, বিহার থেকে খড়গপুর আসছিল ইটভাটার এক দম্পতি। ইট পাথরে কাজ করা এই শ্রমিকের স্ত্রী এবং এক বাচ্চাকে নিয়ে তারা খড়গপুরে এক আত্মীয়ের বাড়ি আসছিল। কিন্তু পথে মধ্যে ওই দম্পতির মহিলা ট্রেনের মধ্যেই প্রসূতি যন্ত্রণা শুরু হয়।

কিন্তু ট্রেনের মধ্যে ব্যবস্থা না থাকায় অতঃপর চন্দ্রকোনাও শালবনির মধ্যস্থ ওই ট্রেনে থাকা শ্রমিক নিজেরাই কাপড় ঢেকে বাচ্চা প্রসব করান চলন্ত ট্রেনে। এরপর মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছালে মেদিনীপুরের রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান। বাচ্চা এবং তার মাকে উদ্ধার করে সযত্নে পাঠানো হয় মেদিনীপুর সদর হাসপাতালে।

এই ঘটনায় খুশির হাওয়া রেল কর্মীদের মধ্যে। প্রসঙ্গ ক্রমে বলা যায় মাসখানেক আগে এরকমই এক প্রসূতির প্রসব যন্ত্রণা উঠায় তাকে মেদিনীপুর রেল স্টেশনে চত্বরে ডেলিভারি করানো হয় এবং সেই ডেলিভারি করানোর পর মা আর শিশুকে সযত্নে বাড়ি ফিরিয়ে দেন রেল কর্মীরা।

আরও পড়ুন : Saumitra khan:’ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন’:সৌমিত্র খাঁ!

By Sk Rahul

Senior Editor of Newz24hours