ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন (Mamata) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মূলত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।
খুব তাত্পর্যপূর্ণভাবে মালবাজারে বিসর্জনে হড়পা বানে ভয়ঙ্কর দুর্ঘটনা
ঘটেছিল, সেখানেই এলাকাতেই অনুষ্ঠান হবে। যেখানে আমন্ত্রিত উত্তরবঙ্গের শিল্পপতিরাও।
মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
আগামী ১৭ অক্টোবর মুখ্যমন্ত্রী প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়ক পথে সোজা চলে যাবেন মালবাজারে।
তেসিমলা নামে একটি বেসরকারি রিসর্টে ওঠার কথা আছে মুখ্যমন্ত্রীর। মালবাজার পুরসভা এবং প্রশাসনিক স্তরের প্রায় ১০০ জন
অধিকারিককে নিয়ে বৈঠকের কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিজয়া দশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় আচমকা ভয়াবহ হড়পা বান আসে।
বিসর্জন উপলক্ষে সেখানে জমায়েত একাধিক দর্শনার্থী ভেসে যান। মৃত্যু হয় ৮ জনের।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর খুব তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।