বাঙালির বারো মাসে তেরো পর্বণ । আর দেখতে না দেখতেই দুর্গাপুজো পেরিয়ে চলে এসেছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে একটু না সাজলে হয় নাকি । পুজোর দিন নিজেকে কিভাবে সাজিয়ে (makeover)তুলবেন সবার সামনে জেনে নিন আজকে ।

হালকা কিংবা ভারী যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবে আপনি সাজতে পারেন। শুরুতেই ক্লিংজিং মিল্ক দিয়ে পুরো মুখ পরিষ্কার করে নিন চাইলে আপনি আপনার পছন্দের মত ফেসওয়াস ব্যবহার করতে পারেন ।

হালকা টোনার সাথে মশ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করুন। হালকা আইশ্যাডোতে চোখ সাজান। আই লাইনার দিন মোটা করে।চোখে কাজল আর ঠোঁটে দিন হালকা লাল রঙের লিপস্টিক ।

লক্ষ্মী পুজো মানেই লাল পাড় সাদা শাড়ি। আপনি চাইলে আপনার পছন্দের মত শাড়ি ও পড়তে পারেন । শাড়ি পরলে কপালে বড় লাল টিপ পরতে পারেন। বিবাহিতদের জন্য সিঁথি ভর্তি সিঁদুর তো রয়েছেই।

পায়ে একটু আলতা রাঙিয়ে নিলেও মন্দ হবে না । সাথে হালকা গয়না বা আপনি চাইলে সোনার গয়না ও করতে পারেন । ব্যাস তৈরি এইভাবেই সেজে (makeover)উঠুন হালকা সাজে ।

 

Image source-google