রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা উদিত রাজের বিরুদ্ধে।

এবার বৃহস্পতিবার এনিয়েই সরব হলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।

উদিত রাজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে চামচাগিরির অভিযোগ তুলেছিলেন।

হিন্দিতে টুইট করে তিনি জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুজির মতো এমন রাষ্ট্রপতি কোনও দেশ পায়নি।

চামচিগারির একটা লিমিট থাকে। তিনি বলেছেন, ৭০ শতাংশ মানুষ গুজরাতের নুন খান। তাঁর এটা জানা উচিত যখন তিনি শুধু নুন খেয়ে থাকবেন।

বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে।

তিনি টুইট করে লিখেছেন, এর আগে অজয় কুমার রাষ্ট্রপতিকে খারাপ বলে উল্লেখ করেছিলেন। এখন কংগ্রেস আরও নীচে নামছে। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি (President) সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন উদিত রাজ।

এদিকে সোমবার গুজরাত সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি একটু হালকা ভাবেই বলেছিলেন, এটা বলা যেতে পারে যে সমস্ত দেশবাসী গুজরাতের নুন খান।

এদিকে কংগ্রেস নেতা অজয় কুমার ১৩ জুলাই জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মু খুব খারাপ দর্শনকে ভারতে নিয়ে আসছেন।

তিনি আদিবাসীদের প্রতীক হতে পারেন না। তবে পরে অবশ্য বিতর্কের জেরে তিনি জানিয়ে দেন রাষ্ট্রপতি একজন ভালো মানুষ। অধীর চৌধুরীও তাঁর মন্তব্যের জন্য পরে ক্ষমা চেয়েছিলেন।