কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি (Sonia Gandhi) সনিয়া গান্ধী আজ সকালে কর্ণাটকে রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’-তে যোগ দেবেন।
দীর্ঘদিন পর দলের কোন প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেবেন সনিয়া গান্ধী।
স্বাস্থ্য সমস্যার কারণে তিনি গত কয়েকটি নির্বাচনের প্রচারেও অংশ নিতে পারেননি।
ভারত জোড়ো যাত্রা শুরুর এক মাস পর সনিয়া গান্ধী আজ এই যাত্রায় যোগ দিতে চলেছেন।
নবমী ও দশেরার কারণে মঙ্গলবার এবং বুধবার কংগ্রেসের ভারত জোড়া যাত্রা স্থগিত ছিল।
রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা ৭ই সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন।
ভারত জোড়ো যাত্রার সময় এবং দলের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগে সনিয়া গান্ধী কর্ণাটক সফরে রয়েছেন।
দশেরা উপলক্ষে বেগুর গ্রামের বিখ্যাত ভীমন্নাকল্লি মন্দিরে পুজোও দেন তিনি। কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খড়গেকেও আজ এই পদযাত্রায় পা মেলাবেন।
রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতার ও কর্মীরা ৭ই সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন।
আগামী বছরের শুরুতে কাশ্মীরে এই যাত্রা শেষ হবে। এই যাত্রায় মোট ৩৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে।
দলকে শক্তিশালী করার পাশাপাশি মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে।