আজ বিজয়া দশমী। মণ্ডপ থেকে শুরু করে বারোয়ারি, আবাসন, সিঁদুর খেলায় মাতলেন টলিউডের নায়িকারা।

বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷

এদিন লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরে রাঙা মুখে বালিগঞ্জ সার্কুলার রোডের নিজের আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি দাম(Paoli Dam)। শুধু তাই নয় ঢাকের তালে ধুনুচি হাতেও দেখা গেলো পাওলিকে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় সিঁদুরখেলার ছবি ভাগ করে নিলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ঢাকের বোলে উমা-বিদায়ের সুর। সেই বিষাদের মধ্যেই সুরুচি সংঘে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঁদুরে রাঙা হলেন অভিনেত্রী। পা মেলালেন ঢাকের তালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

যেখানে সবাই যখন লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন, সেখানে লাল সাদা ঝলমলে লেহঙ্গা, ভারি গয়নার সাথে শাঁখা, পলা, সিঁদুরে নজরকাড়া নুসরত জাহান (Nusrat Jahan)। সবাই যখন কলকাতার মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সিঁদুরখেলায়, তখন বাওয়ালি রাজবাড়ি থেকে সিঁদুরখেলার ছবি শেয়ার করলেন নায়িকা। নুসরতের বিজয়া সাজে অন্যরকম ছোঁয়া। খোলা চুলে সৌন্দ্যর্য্য যেন বাড়িয়ে দিয়েছে সিঁথি ভরা সিঁদুর। গালেও আলতো সিঁদুরের ছোঁয়া নুসরতের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

যখন পাড়ায় পাড়ায় আজ বিজয়ার বিষন্নতার সুর সেই একই সুর মল্লিক বাড়িতেও। ঢাকের বাদ্যি, সিঁদুরখেলায় মাতলেন মল্লিক পরিবারের সদস্যরা৷ প্রতিবারের মতো এবারও পারিবারিক রীতি-নীতি মেনে হাসিমুখেই দেবী দুর্গাকে বিদায় জানালেন তাঁরা৷ এদিন পরিবারের সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বিসর্জনের আগে ঢাকের তালে নাচতে দেখা গেল রঞ্জিত মল্লিককেও (Ranjit Mallick)। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে পা মেলালেন অভিনেতাও।

আরও পড়ুন…Diya Mirza: বিজয়ার শুভেচ্ছা জানালেন বলিউড ডিভা দিয়া মির্জা l