অতিরিক্ত ঘাম হওয়ার কারণে এমনই মুখ তেলতেলে হয়ে থাকে। যার জন্য ঘাম হলে মুখের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার উপরে যদি তৈলাক্ত ক্রিম মুখ লাগান তাহলে ত্বকের এই পণ্য ছিদ্রকে ব্লক করে দিতে পারে এবং ময়লা তৈরি করতে পারে। তাই এমন ভুল কাজ কিন্তু একেবারেই করবেন না। জেনে নিসাস কিছু ঘরোয়া রেমেডি যা ব্যবহার করে আপনি আপনার ঘাম কিছুটা হলেও কমাতে পারবেন ।

 

গরম মানেই মুখ ঘামা ( sweating)শুরু।অনেক সময়ে মেকআপ করার পর মুখ ঘামতে শুরু করে যার ফলে পুরো মুখি খারাপ হয়ে যায়। মেকআপ করার আগে এক টুকরো বরফ নিয়ে মুখে ও ঘাড়ে ঘষবেন। ঘাম কম হবে।এরপর মেকআপ ব্যবহার করলে, মেকআপ অনেক দীর্ঘসময় স্থায়ী হবে।

 

চায়ের মতো গরম পানীয় পান করা ঘাম (sweating)বন্ধ করার উপায় মনে না হলেও কিন্তু গ্রিন টি-তে রয়েছে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি, যা আপনার ঘাম গ্রন্থিগুলোকে সংকুচিত করে এবং আপনাকে শান্ত রাখে।আপনি যদি খুব বেশি ঘামেন তবে এই ঘাম-অবরোধকারী সুবিধাগুলি পেতে গ্রিন টি পান করুন। ক্যাফেইন বা কফি জাতীয় খাবার কমান।

 

টমেটো রস ঘাম (sweating)কমাতে দারুন উপকারি । বেরোনোর আগে মুখে ভালোভাবে টমেটো রস মেখে ১৫ থেকে কুড়ি মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন । এতে ঘাম কম হবে । আর সাথে অবশ্যই বেশি করে জল পান করুন ।

 

Image source-google