শুক্রবার রাজস্থানে (Narendra Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদী সময়মতো পৌঁছতে পারেননি।
প্রধানমন্ত্রী মোদী যখন সমাবেশে আসেন, তখন রাত ১০টা বাজে এবং সেই সময়েও বিপুল সংখ্যক মানুষ তাঁর কথা শোনার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এরপরে প্রধানমন্ত্রী মোদী, মঞ্চ থেকে মাইক হাতে বক্তব্য নয় বরং দেরি করে আসার জন্য হাঁটু গেড়ে অপেক্ষা করা লোকদের কাছে ক্ষমা চান।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমার এখানে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে, এখন ১০টা বাজে।
আমার আত্মা বলে যে, আমার আইন ও শাসন মেনে চলা উচিত্ এবং সেজন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
তবে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, আমি আবার এখানে আসব এবং আপনাদের এই ভালোবাসা সুদ সহ শোধ করব।’
অনুষ্ঠানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী ভারত মাতা কি জয় স্লোগান তুলে হাঁটু গেড়ে বসেন।
তারপর হাত জোড় করে ক্ষমা চেয়ে মঞ্চেই প্রণাম করেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই ভিডিও।
রাত ১০টার পর মাইকে ভাষণ না দিয়ে এদিন নিয়ম পালন করেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ।
এতে করে প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন, কেউই নিয়ম-নীতির ঊর্ধ্বে নয়। তিনি নিজে প্রধানমন্ত্রী হয়ে এসব নিয়ম ভাঙেন না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী ২৯ এবং ৩০ সেপ্টেম্বর গুজরাটে দু’দিনের সফরে ছিলেন।
এ সময় তিনি গুজরাটে অনেক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী মোদী একটি অ্যাম্বুলেন্সকে পথ দিতে তাঁর কনভয়ও থামিয়েছিলেন।