বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রের মালিকানাধীন ‘জি’ মিডিয়া (ZEE Media)।
কিন্তু মোদি সরকারের বিরুদ্ধেই এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন দেশের পরিচিত বৈদ্যুতিন সংবাদমাধ্যমের শীর্ষ কর্তারা।
উপগ্রহ জি-স্যাট ১৫ এর কু ব্যান্ড থেকে সংস্থার ১০টি চ্যানেলকে সরিয়ে
দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে সুভাষ চন্দ্রের মালিকানাধীন সংস্থা।
গত ২৩ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কু ব্যান্ডের ফ্রি টু
এয়ার চ্যানেলের তালিকা থেকে জি মিডিয়া গোষ্ঠীর ১০টি চ্যানেলকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওই ১০টি চ্যানেল হল-জি হিন্দুস্থান, জি কলক, জি ২৪ তাস, জি সালাম, জি বিহার-ঝাড়খণ্ড, জি পঞ্জাব-হরিয়ানা-হিমাচল,
জি উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড, জি রাজস্থান, জি ওড়িশা এবং জি মধ্যপ্রদেশ-ছত্তিশগড়।
ওই নির্দেশিকায় জানানো হয়, ফ্রি টু এয়ার চ্যানেল হিসেবে সি অথবা কু ব্যান্ডে- যে কোনও একটি ব্যান্ডে থাকা যাবে।
যেহেতু জি মিডিয়ার ১০টি চ্যানেল সি ব্যান্ডে রয়েছে তাই কু ব্যান্ডে থাকতে পারবে না।
মূলত গোবলয় হিসেবে পরিচিত এলাকায় সংবাদ পরিবেশনকারী চ্যানেলগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়ে জি মিডিয়া গোষ্ঠী (ZEE Media)।
এর ফলে এক বিশাল সংখ্যক দর্শক হারাতে হবে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা।
তাই মোদি সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন তাঁরা।
দিল্লি হাইকোর্টে দাখিল করা হলফনামায় জি মিডিয়া করপোরেশনের
পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলির চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
যে যুক্তি দেখিয়ে কু ব্যান্ড থেকে সংস্থার ১০টি চ্যানেল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তার কোনও সারবত্তা নেই।’