পুজো মানেই আনন্দ উৎসব আর ঘোরাঘুরি। নিজেকে সুন্দর দেখাতে কে চায় না । কিন্তু বাস্তবে প্রতিদিনের নানা দূষণ ধুলোবালি ইত্যাদির কারণে , গরমে মুখে তেল ও সিবামের উত্‍পাদন বেশি হয়, তৈলাক্ত ত্বকের যত্নে অনেক সমস্যায় পড়তে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে। তাই তোলা একটুও মুখে সমস্যা থাকলে ব্যবহার এই ঘরোয়া উপাদান গুলি ।

 

যাদের মুখ তেলতেলে।পুরো বছর জুড়েই তাদের মুখের লোমকূপ(Open pores )থেকে অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা দেখা দেয়। তারা রোজ সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার সময় বরফের(Ice) টুকরো কে কাপড়ে বেঁধে ওটা মুখে ম্যাসাজ করবেন এতে মুখের তৈলাক্ত ভাব কমে যাবে।বরফের সাহায্যে আপনার মুখের রোমকূপের খোলা ছিদ্রগুলিও বন্ধ হয়ে যায়, ফলে ত্বক পরিষ্কার থাকে।

 

অতিরিক্ত ঘাম হওয়ার কারণে এমনই মুখ তেলতেলে হয়ে থাকে। যার জন্য ঘাম হলে মুখের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার উপরে যদি তৈলাক্ত ক্রিম মুখ লাগান তাহলে ত্বকের এই পণ্য ছিদ্রকে ব্লক করে দিতে পারে এবং ময়লা তৈরি করতে পারে। তাই এমন ভুল কাজ কিন্তু একেবারেই করবেন না।

নিম পাতা থেকে নিষ্কাশিত নিম তেল মুখের অতিরিক্ত তৈলক্ত ভাব দূর করতে ব্যবহার করতে পারেন। এটিকে ফেস অয়েল হিসেবে ব্যবহার করার জন্য নিম তেলের মধ্যে অলিভ অথবা জোজোবা অয়েল মিশিয়ে নিন এবং রাতে ঘুমানোর আগে আপ্লাই করুন।

 

গরমে মুখে তেল ও সিবামের উত্‍পাদন বেশি হয়, তৈলাক্ত ত্বকের যত্নে অনেক সমস্যায় পড়তে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে। তাই দিনে দু’বার করে মুখ ধুতে হবে। ত্বক তৈলাক্ত (Oily face)হলে ফোম ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করুন যা মুখের তেল সহজেই পরিষ্কার হয়ে যায়। জল ভিত্তিক ফেসওয়াশও ব্যবহার করতে পারেন। আর যদি আপনার শুষ্ক ত্বক থাকে তবে দিনে একবার।

Image source-google