বিজেপি নবান্ন অভিযানে (Nabanna Abhijan) অশান্তি। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন।

এই ঘটনায় কলকাতা পুলিশের এক এসিপি-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন।

সেই এসিপিকে দেখতে এসএসকেএম-এ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখানেই তিনি বলেন, তিনি সেখানে থাকলে (কপাল দেখিয়ে) গুলি চালাতেন।

এই মন্তব্য নিয়ে বিরোধীরা পুলিশকে উস্কানির অভিযোগ করে সমালোচনায় সামিল হয়। এবার সেই বিষয়টি নিয়ে মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijan) হাত ভাঙে এসিপি দেবজিত্‍ চট্টোপাধ্যায়। তাঁর দেহের অন্য জায়গাতেও আঘাত লাগে। এসএসকেএম দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বলেন, পুলিশ অনেক সংযম দেখিয়েছে। যদি তিনি সেখানে থাকতেন তাহলে মাথায় গুলি চালাতে বলতেন।

এদিন ব্যাঙ্কশাল আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা লক্ষ্য করে গুলি মন্তব্যের জন্য মামলা দায়ের করেন। বিজেপি কর্মীরা ওই মন্তব্য নিয়ে প্রথমে থানায় এফআইআর দায়ের করতে চেয়েছিলেন।

কিন্তু রাজ্যের কোনও থানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নিতে চায়নি। শেষ পর্যন্ত ব্যাঙ্কশাল আদালতে মামলা
দায়ের করতে পেরেছেন।

এদিন ব্যাঙ্কশাল আদালতে সুকান্ত মজুমদারের আইনজীবী কল্লোল মণ্ডল এবং অজিত মিশ্র অভিযোগ জানিয়ে বলেছেন, জোড়াসাঁকো

থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বিজেপির কর্মীদের। অভিষেকের এই মন্তব্যের পরেও পুলিশের ডিসিও কোনও পদক্ষেপ করেননি।

তৃণমূলের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছে বিজেপি রাজনীতিতে পেরে না উঠে এবার আদালতের আশ্রয় নিচ্ছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি প্রচারে থাকার চেষ্টা করছে।