ইডি এবং অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন মেনকা গম্ভীর (Menka Gambhir)।

আদালত ইডির হলফনামা চাইল বুধবার। ব্যাঙ্কে যাওয়ার পথে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছিল মেনকাকে।

অভিযোগ, বিমানবন্দরেই তাঁকে কার্যত আটক করে রাখে অভিবাসন দফতর।

মানেকার আইনজীবীর দাবি, ইডি এবং অভিবাসন দফতর আদালত অবমাননা করেছে।

এদিন মামলাটির শুনানি ছিল। ইডি এবং অভিবাসন দফতরের কাছে এই অভিযোগের জবাব চেয়েছে আদালত।

আগামীকাল, বৃহস্পতিবার এই অভিযোগের ভিত্তিতে বক্তব্য জানাবে অভিবাসন দফতর।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এদিন আদালতে জানান, মেনকার বিদেশে যাওয়ায় বাঁধা দেওয়া হবে বলে আদালতে জানানো হয়নি।

তবে ইডির আইনজীবী জানান, আদালতের নির্দেশে কোথাও বলা ছিল না..তাঁকে বিদেশে যেতে দেওয়ার সময় বাঁধা দেওয়া যাবে না।

অভিষেকের শ্যালিকার (Menka Gambhir) আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এই মামলায় অভিযুক্ত নন। কোনও লুক আউট নোটিশ ছিল না।

তাঁকে সমন পাঠানো হয়েছিলো। ওঁর মা অসুস্থ থাকায় ওঁকে বিদেশে যেতে হত।

দেশ ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা নয়। ইমিগ্রেশন অফিসার এর কাছে, ওঁকে আটক করার কোন কারণ ছিল না।

ওই পরিপ্রক্ষিতে ইডির হলফনামা চাইল আদালত। কয়লাপাচার মামলায় মেনকাকে গত ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে আটক করা হয়েছিল।

রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ব্যাঙ্কক যাওয়ার জন্য উড়ান ধরতে এসেছিলেন অভিষেকের শ্যালিকা।

কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নিতে গেলে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।