মহালয়ার পর থেকেই বাতাসে ভাসছে পুজো পুজো গন্ধ।গোটা শহর সেজে উঠছে শারদ আনন্দে।কিন্তু বিক্ষোভরত চাকরি প্রার্থীদের এখনও অবস্থান করছেন গান্ধীমূর্তির পাদদেশে।পুজোর আগে নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে সোমবার বিকাশ ভবনে (Bikash Bhavan) যায় আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।চার জনের প্রতিনিধি দল সকাল ১১.৩০ নাগাদ বিকাশ ভবনে প্রবেশ করেন।
শিক্ষামন্ত্রীর নির্দেশে এদিন এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিব।সোমবারের বৈঠকে চাকরি প্রার্থীদের মূল দাবি ছিল নবম থেকে দ্বাদশ সকল (৫৫৭৮) চাকরিপ্রার্থীদের একই সাথে নিয়োগের নোটিফিকেশন দিতে হবে।পুজোর আগে নিয়োগ করতে হবে।
সেই দাবি শুনে স্কুল এডুকেশন কাউন্সিলর তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন বলে জানান চাকরিপ্রার্থীরা।প্রসঙ্গত, ৫৬০ দিন অতিক্রান্ত হয়েছে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। একাধিকবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। দেওয়া হয়েছে নিয়োগের প্রতিশ্রুতি। তার বাস্তবায়ন দেখতে না পেয়েই এ দিন আবারও বিকাশ ভবনে যান তাঁরা।এবার পুজোর আগে নিয়োগ হয় নাকি এখন সেটাই দেখার।