ধর্মতলায় (SFI) আজ SFI, DYF-এর ন্যায়বিচার সমাবেশ নিয়ে উত্তপ্ত রাজনীতি। ধর্মতলায় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

পুলিশ অনুমতি না দিলেও সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বাম ছাত্র, যুব নেতারা।

সভা, সমাবেশ, মিছিল জনগণের গণতান্ত্রিক অধিকার। DYF রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আশা করি পুলিশ আমাদের সহযোগিতা করবে।

পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন মহল আজ গোলমালের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না।”

আজকের ন্যায় সভার জন্য প্রায় এক মাস ধরে রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন বাম ছাত্র যুবরাজ।

দুর্নীতিবাজদের শাস্তি, দুর্নীতিমুক্ত নিয়োগ, আনিস খান, সুদীপ্ত গুপ্ত খুনের বিচারসহ একাধিক দাবীতে এই বিচার সভা ডাকা হয়েছে। বাম ছাত্র, যুবকদের দাবী, এই বৈঠক হবে ঐতিহাসিক।

সভায় সর্বসাধারণের উপস্থিতি কামনা করেন নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, যারা আজ কলকাতায় যাবেন তারা হাতে সময় নিয়ে বেরোবেন।

রাজ্য পুলিশ ও প্রশাসনও বৈঠকের অনুমতি না দিতে বদ্ধপরিকর। সকাল থেকেই পুলিশের দুর্গে পরিণত হয়েছে ধর্মতলা।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার যেভাবে বিজেপির নবান্ন অভিযান বন্ধ করা হয়েছিল, সেভাবেই আজ (SFI) বাম ছাত্র ও যুবকদের সভা বন্ধ করা হবে।