ফের মমতার (Mamata Banerjee) নিশানায় বিরোধী দল বিজেপি। খড়গপুরে জেলা সফরে গিয়ে তুলোধনা করলেন কেন্দ্র সরকারকে।
তিনটি জেলায় বিমানবন্দরের জন্য জমি তৈরি আছে। কিন্তু কেন্দ্র অনুমতি দিচ্ছে না।
এমনটাই দাবি করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন তিনি বলেন, ”রাজ্যে কোচবিহার, বালুরঘাট, মালদহে বিমানবন্দরের জন্য জমি তৈরি আছে। কিন্তু কেন্দ্র অনুমতিই দিচ্ছে না।
আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নেওয়া হবে। টাটায় আরও ১ হাজার লোকের চাকরি হবে।
পুজোর আগে সব জেলা মিলিয়ে ৩০ হাজার জনের চাকরি করে দেব। বাংলায় ৪০ শতাংশ চাকরির সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার।”
অন্যদিকে, সিপিএম-কেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”দেউচা পাঁচামিতে প্রায় প্রতিদিন বিজেপি-সিপিএমের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে। রাজনীতি করা যাবে না, তাই বাধা দেওয়া হচ্ছে।”
পাশাপাশি তিনি এদিন এক নতুন ব্যবসার দিশা দেখান তিনি। বলেন, ”মাত্র ১ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন।
একটা কেটলি, কয়েকটা মাটির ভাঁড় ও সঙ্গে কয়েক প্যাকেট বিস্কুট কিনুন। প্রথম সপ্তাহে চা-বিস্কুট বিক্রি করুন।
এই ব্যবসাই ধীরে ধীরে বাড়বে। প্রথম সপ্তাহে কিছু লাভ হওয়ার পর মাকে বলুন একটু ঘুঘনি করে দিতে।”
”এরপর চা-বিস্কুট, ঘুঘনির সঙ্গে তেলেভাজা যোগ করুন। পুজোর সময় মণ্ডপের আশেপাশে কোথাও একটা টুল ও টেবিল নিয়ে বসলেন।
দেখবেন আপনি লোককে এই খাবারগুলো দিয়ে কুলোতে পারবেন না। পুজোর সময় বিক্রিই হবে। লাভের মুখ দেখবেন আপনারা। কোনো কাজই ছোটো না।” বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।