মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata) আক্রমণ শানিয়ে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ‘নিজেকে গরিব বলছেন। অথচ আইফোন ব্যবহার করেন।’
সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে দিলীপ বলেন, ‘নিজে ১২ কোটি টাকার বাড়িতে থাকেন। তাতেও অভাব।’
শনিবার বাঁকুড়ার খাতরায় বিজেপির সভায় তৃণমূলের সুপ্রিমো মমতাকে আক্রমণ শানান দিলীপ।
তিনি বলেন, ‘উনি (মমতা) বলছেন যে গরিব লোক, বস্তির লোক। গরিব লোক?
এক লাখ টাকার সেলফোন ব্যবহার করেন, আইফোন ব্যবহার করেন। আমি বলছি না। দিদিমণি কী বলছেন, এমনি কথা বলবেন না।
সিবিআই ধরে নেবে। ফেসটাইমে কথা বলবেন। আপনারা কতজন ফেসটাইম ব্যবহার করেন? জানেন? অ্যাপেলের ফোন না হলে ফেসটাইম হয় না।
কমপক্ষে ৫০,০০০ টাকা দাম। আরে এক বিঘা জমি কিনে নেব আমরা। কেন আইফোন কিনতে যাব? চাষ করব। আর দিদি বলছেন ফেসটাইমে কথা বলুন।’
দিলীপ দাবি করেন, মমতার (Mamata) পরিবারের সদস্যরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একচ্ছত্র আধিপত্য করেছেন। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি, দোকান দখল করে নিয়েছেন।
নিজেদের রাজত্বে পরিণত করেছেন মমতা পরিবারের সদস্যরা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ‘আপনি (মমতা) সতী হয়েছেন?
সততার প্রতীক হয়েছেন? তাই তো স্লোগান উঠেছে, পার্থ, কেষ্ট চুনোপুঁটি, আর আসল চোর হল (হাওয়াই চটি বলে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা)।’