প্রথমে আধা কাপ কফি গুঁড়া ও এককাপের এক চতুর্থাংশ বাদামি চিনি মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটির সঙ্গে অলিভ অয়েল বা নারিকেল তেল এবং ১ টেবিল-চামচ দারুচিনিগুঁড়া মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে হবে। কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে বাড়তি তেল ও মরা চামড়া দূর করতে সাহায্য করে।

 

 

ত্বককে টানটান করতে এবং বার্ধক্যের লক্ষণগুলি রোধ করতে রাতে কফি ব্যবহার করা যেতে পারে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। যখন এটি স্ক্রাব হিসাবে ব্যবহার করা হয়, এটি ত্বককে এক্সফোলিয়েট করে।অ্যালভেরা জেল ও কফির স্ক্রাব ব্যবহার করলে তা কোষগুলোকে উদ্দীপিত করে। সেইসঙ্গে উজ্জ্বল করে ত্বককেও

 

 

গোলাপি ও নরম ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন এই কফি স্ক্রাবটি(Lip scrub)। কফির গুঁড়া আপনার ঠোঁট থেকে মরা কোষ দূর করে নরম ত্বক বের করে আনবে। কফি আর মধু দিয়ে একটা পেজ বানিয়ে ঠোঁটে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের মৃত ত্বক দূর হবে এবং ঠোট গোলাপি হবে

 

এক চামচ কফি নিয়ে তাতে অ্যালো ভেরা জেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা হাঁটু ও কনুইতে ঘষুন। কয়েক মিনিট ঘষার পর কফির রং বদলাতে শুরু করলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। সপ্তাহে দু’ থেকে তিনবার করলে সুফল পাবেন।

. image source -google