ভূমিকম্পে (Earthquake) তছনছ হয়ে গেছে চিনের সিচুয়ান প্রদেশ।সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে সিচুয়ান প্রদেশ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্পের কারণে কমপক্ষে ৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
আহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। সরকারি সূত্র জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের (Earthquake) মাত্রা রিখটার স্কেলে ৬.৬।
আফটার শকের প্রভাবও পড়েছে মারাত্মক। চিনের সংবাদ মাধ্যম জানিয়েছে, কম্পন এতটাই তীব্র ছিল যে, বহু বাড়িঘর ভেঙে পড়েছে। ফাটল ধরেছে রাস্তায়।
সিচুয়ানের বহু বিদ্যুত্ কেন্দ্রও ক্ষতিগ্রস্থ হয়েছে। টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের একটি পাহাড়ি শহরতলি লুডিং। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পন-কেন্দ্র।
জানা গেছে, কম্পনের পরে পাহাড়ি এলাকায় প্রবল ধস নামে। ধসের কারণেও অনেক বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। আশ্রয়হীন বহু মানুষ।
দুর্গতদের উদ্ধার করার জন্য সিচুয়ানে দল পাঠানোর নির্দেশ দিয়েছে শি জিনপিং সরকার। ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
প্রেসিডেন্টের তরফে পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সকে সক্রিয়ভাবে উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিনের এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় সমবেদনায় জানিয়েছে ভারত। চিনের ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
সিচুয়ানের রাজধানী চেংডু এবং তার পাশে মেগা সিটি চোংকিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।
করোনার জেরে সিচুয়ানে লকডাউন শুরু হয়েছিল। সংক্রমণে মৃত্যুও বাড়ছিল। তার মধ্যেই ভূমিকম্পে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে।