“মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা”র উদ্যোগে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে চলছে দ্বিতীয় ডিভিশন লিগের খেলা। আজ গুরুত্বপূর্ণ খেলায় নেমেছিল মেদিনীপুরের সাদা-কালো ব্রিগেড “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি”, প্রতিপক্ষ ছিল “বিজয় একাদশ”।আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ অভিযান শুরু করলো।

ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় হেডে গোল করে দলকে এগিয়ে দেন “রাজেশ মাহাতো”।এরপর দুই দল একাধিক আক্রমণ শানালেও গোলমুখ খুলতে ব্যর্থ হয় এবং প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।শুরু হয় দ্বিতীয়ার্ধ।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সাদা কালো শিবির গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে।একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে বিপক্ষ “বিজয় একাদশ” এর বক্সে এবং ফলস্বরূপ দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মাথায় হেডে দুর্দান্ত গোল করে “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি”র পক্ষে স্কোরলাইন ২-০ করেন “আদিত্য রায়”।এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে রকেটের গতিতে দূরপাল্লার শট থেকে গোল করে জাল কাঁপিয়ে দেন সাদা কালো ব্রিগেডের আক্রমণ ভাগের অন্যতম প্রধান ভরসা “আকাশ দে” এবং শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে মাঠ ছাড়েন মেদিনীপুরের সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা।

উল্লেখ্য যে-গতবছর “মহামেডান স্পোর্টিং ক্লাব,মেদিনীপুর” নামে নবীন দল হিসাবে প্রথমবার লিগে অংশগ্রহণ করেছিল এই ক্লাব এবং প্রথম বছরেই সকলকে চমকে দিয়ে একাধিক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক ম্যাচ জিতে পৌঁছে যায় টুর্নামেন্টের সেমি ফাইনালে।সম্প্রতি তারা ক্লাবের নাম ও লোগো পরিবর্তন করে “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি” নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে।গতবছর এই ক্লাব লিগে যেখানে শেষ করেছিল,,আজ লিগের প্রথম ম্যাচে তারা ঠিক সেখান থেকেই তারা লিগ যাত্রা শুরু করলো।

তাদের আগামী ম্যাচ আগামী ৭ই সেপ্টেম্বর,”জে.এস.ডব্লিউ শালবনি”র বিরুদ্ধে যারা ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।সুতরাং মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড কে যে আগামী ম্যাচে গ্রুপের অত্যন্ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি হতে হবে এবিষয়ে কোনও সন্দেহ নেই।তবে আগামী ম্যাচে জিন্দাল বাহিনীর বিরুদ্ধে সাদা কালো ব্রিগেড তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন : Midnapore : অভিনব উদ্যোগ মহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুরের

By Sk Rahul

Senior Editor of Newz24hours