রাহুল গান্ধিকে (Rahul Gandhi) পাপ্পু বলে কটাক্ষ করে বিজেপি (BJP) । কিন্তু তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মনে করেন, ভারতের সবচেয়ে বড় পাপ্পু হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
অভিষেকের (Abhishek Banerjee) সেই বয়ানকে এবার টি-শার্টে ছেপে প্রচার শুরু করবেন তৃণমূল কর্মীরা।শোনা যাচ্ছে, পুজোর মধ্যে ওই বিশেষ টি-শার্ট পরে ঘুরবেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা।
মূলত,শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হন অভিষেক। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, ‘বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। আমি জোর গলায় বলছি। কারণ তিনি বিরোধী শূন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়। মাঠে ময়দানে আসুন, আপনাদের ক্ষমতা দেখতে চাই। যেখানে যেখানে আপনাদের সরকার নেই, সেখানেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা। আপনার ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করে দেখান।’
তারপরেই অভিষেকের বয়ান ব্যবহার করে নতুন টি-শার্ট বাজারে আনে তৃণমূল। গত রাত থেকেই সেই নতুন টিশার্টের ছবি নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। বিশেষ করে তৃণমূলে অভিষেক-অনুগামীরা নতুন এই টিশার্টটি নিয়ে জোর প্রচার শুরু করেছেন। টিশার্টটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের একটি কার্টুন ছাপা হয়েছে। ঠিক তার নীচেই লেখা হয়েছে ‘ইন্ডিয়া’জ বিগেস্ট পাপ্পু।’