এদিন অর্থাৎ শুক্রবার কেরলের কোচিতে ভারতে তৈরি প্রথম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে ভারতীয় নৌসেনার(Indian Navy) হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই একই কর্মসূচি থেকেই ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকার উদ্বোধন করেছেন তিনি।
জানা যাচ্ছে নৌসেনার(Indian Navy) নতুন পতাকার বাঁদিকের উপরের কোন দেশের জাতীয় পতাকা রয়েছে। পতাকার মাঝে একটি নেভাল ক্রেস্ট রয়েছে। তার চারিধারে সোনালী রঙের বর্ডার দেয়া রয়েছে।
পতাকার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মারাঠা রাজা ছত্রপতি শিবাজীর থেকে অনুপ্রাণিত হয়ে এই বর্ডার দেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় নৌবাহিনী(Indian Navy) তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। শিবাজীর রাজত্বকালে তার প্রধান লক্ষ্য ছিল ভারতের উপকূলকে রক্ষা করা। এবং অষ্টভুজ আকৃতির মধ্য দিয়ে ভারতের নৌ বাহিনীর ক্ষমতাকেই বোঝানো হয়েছে। পূর্বে ভারতীয় নৌবাহিনীর পতাকায় রেডক্রস শোভা পেত। কিন্তু নতুন পতাকা উদ্বোধনের পর এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন দাসত্বের চিহ্ন থেকে রক্ষা পেল ভারতীয় নৌ-বাহিনী।