ভারত যেভাবে করোনা পরিস্থিতি সামলেছে তার দরাজ গলায় প্রশংসা করল বিশ্ব ব্যাংক(World Bank)। বিশ্বব্যাংকের মতে একদিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা, অন্যদিকে বাজার ব্যবস্থাকে ধরে রেখে অর্থনীতিকে সচল রাখা এই দুই দিকই ভালোভাবে সামলেছে ভারত।
সম্প্রতি বিশ্বব্যাংকের(World Bank) তরফ একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সম্মিলিতভাবে কোভিড-১৯ জরুরী পরিকল্পনা এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভারতে ১.৫ বিলিয়ন ডলার মূল্যের অর্থ সাহায্য করে।
জানা যাচ্ছে তার রিপোর্টে ভারতের প্রশংসা করেছে বিশ্বব্যাংক(World Bank)। রিপোর্টে বলা হয়েছে, ‘করোনাকালে ভারত সরকার যেভাবে পরিস্থিতি সামলেছে এবং চিকিত্সা সংক্রান্ত জরুরি পরিষেবাগুলি থেকে যাতে কোনও মানুষ বঞ্চিত না হন তার উদ্যোগ নেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’
করোনা পরিস্থিতিতেও ভারত সরকার যে অত্যবশ্যকীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রেখেছিল তারও প্রশংসা করা হয়েছে রিপোর্টে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই দক্ষতার ফলে পরবর্তীকালে ভারতে স্থানীয় বাজার আরো বাড়তে পারে।