দেশের প্রথম ভার্চুয়াল স্কুল (Virtual School) চালু হলো ভারতের রাজধানী দিল্লিতে। এদিন দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বুধবার থেকে ভারতের প্রথম ভার্চুয়াল স্কুল দিল্লী মডেল ভার্চুয়াল স্কুল চালু করা হচ্ছে। এই স্কুলটি দিল্লি বোর্ড অফ স্কুল এডুকেশন এর দ্বারা অনুমোদিত।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন বুধবার থেকেই নবম শ্রেণির জন্য ভর্তির আবেদন করা যাবে। তিনি জানিয়েছেন গোটা দেশ থেকে ছাত্রছাত্রীরা দিল্লির এই ভার্চুয়াল স্কুলে (Virtual School) ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
অরবিন্দ কেজরিওয়াল আরো জানান, ‘দিল্লি মডেল ভার্চুয়াল স্কুলে ছাত্র-ছাত্রীরা লাইভ ক্লাসে যোগ দিতে পারবেন। পাশাপাশি রেকর্ড করা ক্লাস সেশন এবং অধ্যয়নের ম্যাটেরিয়াল অ্যাক্সেস করতে পারবেন। আমরা ছাত্র-ছাত্রীদের জেইই এবং নীট-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতেও সাহায্য করব।’ এই ভার্চুয়াল স্কুল (Virtual School) পরবর্তীকালে পড়ুয়াদের অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তিনি।