শ্রীকান্তকে জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।মমতা শ্রীকান্তকে বলেছেন জুন আপনার থেকে বয়সে ছোট, সেটা জানি । কিন্তু তাতে কী! এমনভাবে ক্ষমা চাইবেন যেন জুন আমাকে ফোন করে বলেন। উল্লেখ্য,কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে দলেরই কয়েক জনের নাম করতে দেখা যায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে। তাঁদেরকে ‘খারাপ’ লোক বলে সম্বোধনও করেন তিনি।

তিনি বলেছিলেন,দলের অনেকেই লুটেপুটে খাচ্ছেন, ‘মিমি-জিমি,নুসরত-মুসরত, জুন মালিয়া।যাঁরা লুটেপুটে খাচ্ছে, তাঁরা যদি সম্পদ হয়, তা হলে তো আর পার্টি করা যাবে না।যা নিয়েই অস্বস্তি বেড়েছিল শাসক দলে।এদিকে ওই ঘটনার পরেই শোকজ করা হয়েছিল শ্রীকান্তকে। বিতর্কিত মন্তব্যের পরপরই কমতে দেখতে দেখা গিয়েছিল তাঁর নিরাপত্তা। এবার এই শ্রীকান্তকে জুন মালিয়ার কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর,এদিন মন্ত্রিসভার বৈঠকে নিজে থেকেই শ্রীকান্তর প্রসঙ্গ তোলেন মমতা। সেখানেই জুনের কাছে শ্রীকান্তকে ক্ষমা চাইতে বলেছেন মমতা। এমনকী ভিডিয়োতে যাঁদের নাম বলেছিলেন তাঁদের সকলের কাছেই ক্ষমা চাইতে বলেছেন বলে খবর। সূত্রের খবর, “এদিন মমতা বলেন, জুন আপনার থেকে ছোট। এমনভাবে ক্ষমা চান যাতে জুন আমায় বলে”।

 

আরো পড়ুন:Moloy Ghatak:কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি!