‘মুসলিম ডেলিভারি পার্সন চাইনা’- সুইগীতে(Swiggy) খাবার অর্ডার করার সময় গ্রাহকের এহেন মেসেজে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি হায়দ্রাবাদের এক গ্রাহক ছবির মাধ্যমে খাবার অর্ডার করার সময় মেসেজে উল্লেখ করেছেন যে তার খাবার যেন কোন মুসলিম ডেলিভারি বইয়ের মাধ্যমে পাঠানো না হয়।
গ্রাহকের এই মেসেজ এই তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া। জানা যাচ্ছে এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই তেলেঙ্গানা রাজ্য JAC এর চেয়ারম্যান শাইক সালাউদ্দিন বার্তাটির ভাইরাল স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি সুইগীকে(Swiggy) অনুরোধ করেছেন এই ধরনের বার্তাগুলির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, কিছু মাস আগেই হায়দ্রাবাদের আরো একজন সুইগীর(Swiggy) গ্রাহক মুসলিম ডেলিভারি বয়ের আনা খাবার প্রত্যাখ্যান করেছিলেন। তার বক্তব্য ছিল তিনি ডেলিভারি নির্দেশনা স্পষ্টভাবে লিখেছিলেন খুব কম মশলাদার এবং হিন্দু ডেলিভারি ব্যক্তি নির্বাচন করুন।