হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলো বিখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ সেনের(Abhijit Sen)। জানা যাচ্ছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বিখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ সেন দিল্লিতে থাকতেন এবং তিনি গ্রামীণ অর্থনীতির একজন বিশেষজ্ঞ ছিলেন।
সূত্রের খবর সোমবার রাত এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন বিখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ সেন(Abhijit Sen)। তার ভাই প্রণব সেন জানিয়েছেন হূদরোগে আক্রান্ত হওয়া মাত্রই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু ঘটে।
অর্থনীতিবিদ অভিজিৎ সেন(Abhijit Sen) কেবল প্ল্যানিং কমিশনের সদস্যই না, বরং একাধিক পদ অলংকৃত করেছিলেন। তার কেরিয়ার জীবন দীর্ঘ চার দশকের। পূর্বে তিনি দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়াতেন। তারপর বিভিন্ন সময়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনে ছিলেন তিনি।