এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মেশান। তাতে সামান্য মধু মিশিয়ে দিন।একটা ছোট কৌটোতে রেখে দিন। নিয়ম করে প্রতিদিন মিশ্রণটি ঠোঁটে লাগান।ঠোঁটের আদ্রতা বজায় থাকবে।

 

অ্যালোভেরা ঠোঁট নরম আর মসৃণ করতে ব্যবহার অনেক। এক টেবিল চামচ চালের গুঁড়া আর অ্যালো-ভেরা জেল একত্রে মিশিয়ে যদি এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে এতে ঠোঁট উজ্জ্বল, মসৃণ এবং কোমল হয়ে উঠবে।আর নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগলেই ঠোঁট উজ্জ্বল হবে।

 

 

অবশ্যই মনে রাখবেন ফাটা ঠোঁট এই সবই ডিহাইড্রেশনের লক্ষণ তাই ঠিক করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দিনে আট থেকে বারো গ্লাস পানি পান। ডিহাইড্রেশনের ফলে শরীরে মিনারেলের অভাব হয়। ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

 

 

Image source-google