কয়েকদিন আগে কুণাল ঘোষকে মামা বলে সম্বোধন করেছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)। এমনকী তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান করেছিলেন। এবার আবার বেফাঁস মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার খণ্ডঘোষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ।
সেখানেই তিনি বলেন, “এখানকার কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে যুক্ত। এনিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি। এখানে যেসব বিএলএলআরও ডিএলআরও হাজার কোটি টাকা বালি কেলেঙ্কারিতে যুক্ত, তাঁদের প্রশাসনিক ব্যবস্থা হয়ে যাবে। তাতে কেন্দ্রীয় সরকারি এজেন্সি হোক বা রাজ্য সরকারি। কিন্তু, ব্যবস্থা তাঁদের হবেই। যে সমস্ত থানার অফিসাররা চার-পাঁচ বছর ধরে ছিলেন এবং এখন যেসব বিএলএলআরও-ডিএলআরও এসব করছেন, তাঁদের প্রত্যেককে মানিক ভট্টাচার্য করে দেব। যাঁরা খণ্ডঘোষে এই দুর্নীতির সঙ্গে জড়িত, মানিকবাবু যেমন লুকিয়ে বেড়াচ্ছেন, সেরকম ব্যবস্থা হবে।”
যদিও সৌমিত্রের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘পাগল-ছাগল অনেক কিছু বলে। গুরুত্ব দেওয়ার কারণ নেই।’
আরো পড়ুন:Narendra Modi : বিশ্বসেরা রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী