বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একের পর এক সম্পত্তির খোঁজ মিলছে। সিবিআই কর্তারাও তাজ্জব এই বিপুল সম্পত্তির হদিশ পেয়ে।

বোলপুরে একের পর এক চালকল, নামী-বেনামী জমির তালিকা দেখে চোখ কপালে উঠছে দুঁদে আধিকারিকদের।

এ বারে CBI-এর তদন্তকারীদের স্ক্যানারে অনুব্রত ঘনিষ্ঠ ব্যাবসায়ী।
ঘনিষ্টদের সম্পত্তি ও আয়ের উত্‍স খতিয়ে দেখবে CBI।

অনুব্রত ঘনিষ্ঠের সঙ্গে বীরভূমে ২টি রাইস মিলের যোগসূত্র মিলেছে।

অনুব্রত ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ীর সঙ্গে ৬টি রাইস মিলের যোগও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

এ দিকে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তার মেয়ে ও ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে আজই নিজামে

ডেকে পাঠানো হয়েছে বোলপুর ও সিউড়ির বেশ কয়েকটি ব্যাংকের কর্মীদের।

সিবিআই সূত্রে খবর, ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে অনুব্রত ও তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মাল্টিপল ফিক্সড ডিপোজিট ছাড়াও একাধিক সেভিংস অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।

সেগুলি থেকে কখন কত টাকার লেনদেন হয়েছে, কোনও ডিজিটাল বা অনলাইনে হয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে সিবিআই।

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখবেন নির্দিষ্ট জেলার জনপ্রতিনিধিরাই ।

বীরভূম লাগোয়া তিন বিধানসভা কেন্দ্র আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা দেখবেন স্থানীয় নেতৃত্বরাই।

বিশেষ করে নজর রাখবেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।