ইউক্রেন ফেরত ছাত্রদের ভারতের মেডিকেল কলেজে ভর্তির দাবির শুনানি করতে গিয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভারতের কলেজগুলিতে এমন জায়গা আদৌ আছে কি না এবং নিয়ম এর অধীনে ভারতে তারা ভর্তি হতে পারবেন কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

জানা যাচ্ছে এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর হবে। সুপ্রিম কোর্টে(Supreme Court) আবেদন করেছেন পার্থবী আহুজা ও প্রতি সিং। সুপ্রিমকোর্টে করাছে আবেদনে বলা হয়েছে ইউক্রেনে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই ইউক্রেন ফেরত হাজার হাজার ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ ভারসাম্যহীন।

সুপ্রিমকোর্টে(Supreme Court) করাছে আবেদনে বলা হয়েছে ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের ভর্তি নিয়মে শিথিলতা দিয়ে ভারতে সরকারি ও বেসরকারি কলেজ গুলোতে স্থান দিতে হবে। আবেদনে আরো বলা হয়েছে ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করতে সেখানকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় সাধন করে ভারতে পড়াশোনা শেষ করার নির্দেশিকা জারি করতে হবে কেন্দ্রীয় সরকার কে।