ক্রিকেট জগতে রিষভ পন্থ (Rishabh Pant) একটি চর্চিত নাম। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই তিনি বেশি চর্চিত। কোনও বোলারকেই রেয়াত করেন না বছর ২৪-এর এই উইকেটরক্ষক-ব্যাটার। তবে ডাকাবুকো এই ক্রিকেটারও ভয় পান এক জনকে। কিন্তু কে তিনি!

পন্থ (Rishabh Pant) ভয় পান! এ কথা শুনলে বিস্মিত হতে পারেন তাঁর অনুরাগীরা। অথচ এশিয়া কাপের আগে পন্থ নিজেই তাঁর ভয়ের কথা জানিয়েছেন। প্রতিপক্ষ দলের কোনও ক্রিকেটারকে তিনি ভয় পান না। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বা এখনকার কোচ রাহুল দ্রাবিড়কেও না। অধিনায়ক রোহিত শর্মাকেও ভয় পান না তিনি। পন্থ ভয় পান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীকে।

আরও পড়ুন: Anil Kumble: আর পঞ্জাব কিংসের কোচ থাকছেন না অনীল কুম্বলে, কিন্তু কেন?

সুত্রের খবর, এক সাক্ষাৎকারে পন্থ (Rishabh Pant) বলেছেন, ‘‘আমি কাউকে ভয় পাই না। শুধু বিরাট ভাইয়ের রাগকে ভয় পাই।’’ পন্থ আরও বলেছেন, ‘‘সব ঠিকঠাক করলে অবশ্যই ও রেগে যাবে না। ভুল কিছু করলে রেগে যায়। এটা অবশ্যই ভাল। নিজের ভুল থেকে শেখার সুযোগ পাওয়া যায়।’’