ফের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়নের প্রক্রিয়া। প্রথম দিনই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তবে এ বার প্রাক্তন ফুটবলার হিসাবে নয়, অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

সুত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার পরে ভাইচুং (Bhaichung Bhutia) এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘আমি এআইএফএফ-এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছি। আমি মনে করি আমিই ওই পদের জন্য যোগ্যতম ব্যক্তি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি দেশের হয়ে এত দিন ধরে ফুটবল খেলেছি। প্রশাসনিক দিকটাও খানিকটা বুঝি। আমি চাই ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।’’

আরও পড়ুন: Saina Nehwal: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

এর আগের বার প্রাক্তন ফুটবলার হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন ভাইচুং (Bhaichung Bhutia)। তাঁর নাম প্রস্তাব করেছিলেন একদা সতীর্থ দীপক মণ্ডল। মহিলা ফুটবলার মধু কুমারী তাঁর নামের প্রস্তাবকে সমর্থন করেন। কিন্তু তার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি বাতিল হয়ে যায়। ফলে ভাইচুংয়ের মনোনয়নও বাতিল হয়ে যায়।