ত্রিপুরা (Tripura) তৃণমূলের (TMC) সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে (Subal Bhowmik) ঘিরে অসন্তোষ বাড়ছিল বেশ কয়েক দিন ধরে।বুধবার বিবৃতি জারি করে তাঁকে অপসারণ করল তৃণমূল।এদিন বিবৃতি দিয়ে তৃণমূল জানায়, আমরা সবাইকে জানাতে চাই যে সুবল ভৌমিককে অবিলম্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।সভাপতি ছাড়া আর সবাইকেই নিজ নিজ জায়গায় বহাল রাখার কথাও ওই বিবৃতিতে জানিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
বলা হয়েছে,ত্রিপুরা (Tripura) তৃণমূলের রাজ্য সংগঠন, যুব,মহিলা,এসসি,এসটি সেলের দায়িত্বে থাকা সব পদাধিকারিকেই নিজস্ব পদে রাখা বহাল রাখা হচ্ছে। যত দিন পর্যন্ত না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছেন,তত দিন ত্রিপুরায় দলের যাবতীয় কাজকর্ম সামলাবেন ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব।
প্রসঙ্গত,চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি করা হয়েছিল।আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন।সুবল ভৌমিক ত্রিপুরা তৃণমূলের সভাপতি হওয়ার পর থেকে দলে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল।২০২১ সালে ত্রিপুরায় পুর নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।সেই পুরভোটে বাম-কংগ্রেসকে টপকে শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করে তৃণমূল।কিন্তু চলতি বছর বিধানসভা উপনির্বাচনে একেবারে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের।উপনির্বাচনে নিজের ঘনিষ্ঠদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সুবলের বিরুদ্ধে।তাঁর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাপটু চক্রবর্তী।এদিকে গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন সুবল ভৌমিক (Subal Bhowmik)।যা নিয়ে তৃণমূলের একটি বড় অংশ সুবল ভৌমিকের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছিল।তাঁর জন্য দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছিল।তাই এবার সেই সুবল ভৌমিককে সরিয়ে দিল তৃণমূল।
ত্রিপুরা (Tripura) তৃণমূলের একাংশ জানাচ্ছে,তৃণমূলে পদ চলে যাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যেই তিনি পদ্মশিবিরে গিয়ে উঠবেন সুবল।আগামী ২৮ আগস্ট এডিসির সদর দফতর খুমুলুং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভায় ফের গেরুয়া পতাকা হাতে নেবেন তিনি।এই বিষয়ে নিশ্চিত খবর পেয়েই তাঁকে সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল।
আরো পড়ুন:Anubrata Mondal:জামিনের আবেদন খারিজ!অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত