পূজারার (Cheteshwar Pujara) ব্যাটকে আটকে রাখা যাচ্ছে না। ওয়ারইউকশায়ারের বিরুদ্ধে ৭৩ বলে শতরান করেছিলেন। এ বার মিডলসেক্সের বিরুদ্ধে একশোর গন্ডি ছুঁতে নিলেন ৭৫ বল। চারের পাশাপাশি বড় বড় ছক্কা মারছেন তিনি। টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও যে তিনি কম যান না, তা বুঝিয়ে দিলেন তিনি।

চার নম্বরে ব্যাট করতে নেমে মিডলসেক্সের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন পুজারা (Cheteshwar Pujara)। তাঁকে সমস্যায় ফেলতে পারেননি কোনও বোলারই। মাত্র ৭৫ বলে শতরান করেন তিনি। তার পরেও খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত ৯০ বলে ১৩২ রানে আউট হন তিনি। মারেন ২০টি চার ও দু’টি ছক্কা।

আরও পড়ুন: Rahul Dravid: ভারতের এশিয়া কাপের আগেই করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়! দুশ্চিন্তায় ভারতীয় দল

এর আগে পুজারা (Cheteshwar Pujara) ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে শতরান করতে গিয়ে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন। তার মধ্যে ৪৫তম ওভারে ২২ রান করেন তিনি। ওয়ারউইকশায়ারের বোলার নরওয়েলের ওই ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন পূজারা।