এ বার সঙ্গীত জগতে নামলেন (Kunal) তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ

এ বার পুজোয় শারদীয়ার গান নিয়ে আসছেন তিনি।কী প্রতিপক্ষ, কী সতীর্থ, ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে কাউকেই রেয়াত করেন না কুণাল।

দলের হয়ে নিত্যদিন চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন বিরোধীদের। সেই কণ্ঠেই এ বার গান ধরলেন কুণাল।

তাতে দেবী দুর্গার কাছে তাঁর নিবেদন, ‘দাম কমিয়ে দে মা উমা, দাম কমিয়ে দে’।

শনিবার পঞ্চসায়রের একটি স্টুডিওতে হল কুণালের প্রথম গাওয়া গানের রেকর্ডিং।

ফেসবুকে রেকর্ডিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন (Kunal) কুণাল। তিনি জানিয়েছেন, পুজোর গান গাইতে হবে শুনে প্রথমে আঁতকে উঠেছিলেন তিনি। শখের গায়ক তিনি।

স্টুডিওতে গান রেকর্ড করার কথা ভাবেননি কখনও। তবে শুভাকাঙ্খীদের জোরাজুরিতে করেই ফেললেন শেষমেশ।

রেকর্ডিং শেষ। কয়েক দিন পরই মুক্তি পাবে তাঁর গাওয়া গান।

মূল্যবৃদ্ধির জেরে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। প্রথম বার গান গাইতে গিয়ে তাই বিষয়বস্তু হিসেবে মূল্যবৃদ্ধিকেই বেছে নিয়েছেন কুণাল।

গানে গানে মা দুর্গার কাছে আর্জি জানালেন মূল্যবৃদ্ধি কমানোর। বলা বাহুল্য, গানের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন তিনি।

সেই সঙ্গেই বেশ কয়েক বছর আগে লেখা কুণাল ঘোষের পাঁচটি গান এল ডিজিটাল প্ল্যাটফর্মে।