সিপিএম নেতা পার্লামেন্ট সদস্য আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলির পাঁঠা হয়েছেন বলে।

বিকাশরঞ্জন দাবি জানিয়েছেন, পদচ্যুত মন্ত্রী পার্থ দুর্নীতি-অনিয়ম করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়ই।

গত শুক্রবার এক সাক্ষাত্কারে বিকাশরঞ্জন জানিয়েছেন, ‘আমার লড়াই পার্থের বিরুদ্ধে নয়। এটা কাকতালীয়।

দুর্নীতির বিরুদ্ধে হয়েছে সামগ্রিক লড়াইটা। সেখানে একটা বলির পাঁঠা হয়ে গেছেন পার্থ। আরো এগিয়ে যাক এই দুর্নীতির (শিক্ষক নিয়োগ)

তদন্ত। পার্থর সততা যদি আদৌ থেকে থাকে এবং তদন্তের মুখোমুখি হন, তাহলে সত্য বলে দেবেন। ‘

বিকাশরঞ্জনের দাবি, তাঁদের কাছে তথ্য আছে নিয়োগসংক্রান্ত কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি নিজেই ভোটের আগে এমন দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রক্রিয়া চালু করেছেন। চাকরির বিনিময়ে যে টাকা সংগ্রহ করা হয়েছে, তা পার্থর একার নয়।

তিনি ছিলেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এমন কোনো কাজ পার্থ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া করতে পারেন না। ‘

বিকাশরঞ্জনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তৃণমূলের মুখপাত্র তাপস রায়ের সঙ্গে।

তিনি বলেন, ‘সিপিএমের এই ধরনের কথাবার্তার জন্যই রাজ্য থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।

এ ধরনের কথা ওঁরা (সিপিএম নেতারা) যত বলবেন, ততই বাংলার মাটি থেকে মুছে যাবেন। ‘