এবার এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন দাসুন শনকা। আর সহ-অধিনায়ক করা হয়েছে চরিথ আসালঙ্ককে। দলে রয়েছেন আইপিএলে খেলা ক্রিকেটাররা। তাঁদের উপর বড় ভরসা করছে শ্রীলঙ্কা।
পাশাপাশি এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য দলে রয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ, ভানুকা রাজাপক্ষ, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানার মতো আইপিএলে খেলা ক্রিকেটাররা। গত আইপিএলে ভালো বল করেছিলেন হাসরঙ্গ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পঞ্জাব কিংসের হয়ে রাজাপক্ষও ভালো খেলেছিলেন। বড় শট খেলার ক্ষমতা রয়েছে তাঁর। বোলিং অ্যাকশনের জন্য পাথিরানাকে শ্রীলঙ্কার নতুন লাসিথ মালিঙ্গা বলা হয়।
আরও পড়ুন: Cheteshwar Pujara: জোড়া শতরানের পর এ বার অর্ধশতরান করলেন পুজারা
এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার পুরো দলটি হল: দাসুন শনকা, দানুষ্কা গুণতিলক, পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্ক, ভানুকা রাজাপক্ষ, আশেন বান্ডারা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, প্রবীণ জয়বিক্রম, চামিকা করুণারত্নে, দিলশান মদুশঙ্ক, মাথিশা পাথিরানা, নুয়ানিন্দু ফার্নান্ডো, দুষ্মন্ত চামিরা ও দীনেশ চন্ডীমল।