এবার দুর্যোগ মোকাবিলা করতে আগে থেকে নবান্নে (Nabanna) খোলা হলো কন্ট্রোল রুম।মূলত আগামী ৬ ঘণ্টায় নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। কলকাতার একাংশে এর মধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। বিশেষত উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যের মধ্যেই এই নিম্নচাপের প্রভাব আরও বাড়বে বলে জানান হয়েছে হাওয়া অফিসের তরফে।
জানা গেছে,কন্ট্রোল রুম-এর নম্বর ২২১৪৩৫২৬। আগামী ২ দিন কন্ট্রোল রুম থেকে জেলাগুলোতে মনিটরিং করা হবে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। তাই শুক্রবার নবান্ন থেকে সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য,যেখানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামগুলির মানুষজনকে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।সূত্রের খবর,বর্তমানে সাগর দ্বীপ থেকে দূরত্ব কমে ১৫০ কিলোমিটার হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতও শুরু হয়েছে।
আরো পড়ুন:Anubrata Mondal:’কেষ্টা বেটাই চোর’ আমুলের বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ!