টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের বার গ্রুপ পর্ব থেকে ভারতকে বিদায় নিতে হয়েছিল। পাকিস্তানের কাছেও হারতে হয়েছিল। আর এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল ‘একটু চিন্তায়’ রয়েছে বলে অভিমত ঋষভ পন্থের (Rishabh pant)।

তবে পন্থের (Rishabh pant) বিশ্বাস, সতীর্থরা ঠিক নিজেদের গুছিয়ে নেবেন এবং প্রতিযোগিতায় ১০০ শতাংশ দেবেন। সুত্রের খবর, এক সাক্ষাৎকারে পন্থ বলেছেন, “বিশ্বকাপের আর কয়েক দিন বাকি। গোটা দলই সামান্য চিন্তায় রয়েছে। একই সঙ্গে এটাও বলতে পারি, দল হিসেবে আমরা ১০০ শতাংশ দেব। নির্দিষ্ট প্রক্রিয়ার উপর জোর দেব। এটাই আমরা করতে পারি।” যোগ করেন, “আশা করি আমরা ফাইনালে উঠব।”

আরও পড়ুন: Dinesh Karthik: ‘ধৈর্যই ছিল না’! শাস্ত্রী প্রসঙ্গে কি বললেন কার্তিক

ভারত অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আর সেই ম্যাচ হবে মেলবোর্নে। পন্থ (Rishabh pant) এ বিষয়ে বলেছেন, “অসাধারণ একটা পরিবেশে খেলতে নামব। এমসিজি বিশ্বের অন্যতম সেরা মাঠ। ভারতীয় দর্শকরাও অনেক বেশি সংখ্যায় আসবেন। যত বেশি সমর্থক আমাদের ম্যাচে আসবেন, তত ভালো খেলব আমরা। প্রত্যেকের সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”