আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং (Paul Stirling) টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ৩০০০ রান করলেন। আর তার সাথে ঢুকে পড়লেন বিরাট কোহলী, রোহিত শর্মাদের ক্লাবে।
আফগানিস্তানের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এই নজির গড়েন স্টার্লিং (Paul Stirling)। ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মারেন তিনি। দ্বিতীয় বলে অবশ্য রান পাননি। কিন্তু তৃতীয় বলে সিঙ্গল নেওয়ার সঙ্গে সঙ্গেই ৩০০০ রান পূর্ণ হয় তাঁর। ১০ বলে ১৬ রান করে মুজিব উর রহমানের বলে আউট হন তিনি।
আরও পড়ুন: Rishabh Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে কি বললেন রিষভ পন্থ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বাধিক রানের মালিক হলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। ১২১ ম্যাচে তিনি ৩৪৯৭ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। গাপ্টিলের থেকে মাত্র ১০ রান কম তাঁর। রোহিত ১৩২ ম্যাচে ৩৪৮৭ রান করেছেন। তিন নম্বরে থাকা কোহলী ৯৯ ম্যাচে ৩৩০৮ রান করেছেন। আর স্টার্লিং ১১৪ ম্যাচে এই কীর্তি করলেন।