মঙ্গলবার রাতে নিউটাউনে(NewTown) ব্যস্ত রাস্তায় হঠাৎই এক চলন্ত গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এর জেরে গোটা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে চিনার পার্ক এর দিক থেকে একটি প্রাইভেট গাড়ি নিউটাউন(NewTown) নারকেল বাগান এর দিকে যাচ্ছিল। সেই সময় গাড়ি থেকে ধোয়া বের হতে দেখেন পথচারী ও অন্যান্য গাড়ি চালকরা।
গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ওই গাড়ির চালককে সতর্ক করা হয় বলে সূত্রের খবর। জানা যাচ্ছে তারপরেই রাস্তার মাঝে গাড়ি থামিয়ে নেমে পড়েন ওই গাড়িটির চালক। পরক্ষনেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে গাড়িতে। গাড়িতে চালক ছাড়াও আরো একজন উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান নিউটাউনের(NewTown) ট্রাফিক পুলিশ কর্মীরা। এমনকি আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রাও। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। দমকলের দুটি ইঞ্জিন এর আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জানা যাচ্ছে গাড়িটি রাস্তাতেই ভষ্মিভূত হয়ে যায়। স্বস্তির খবর এই ঘটনা কারও কোনরকম চোদবা আঘাত লাগেনি।