আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মৃত্যুবার্ষিকী।আজ দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়,ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দত্তক কন্যা নমিতা কল ভট্টাচার্য ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।
তাঁর পাশাপাশি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, ‘ভারতের গৌরব পুনঃস্থাপিত করতে জীবনের সব মুহূর্ত ব্যয় করেছিলেন শ্রদ্ধেয় অটলবিহারী বাজপেয়ীজি। ভারতীয় রাজনীতিতে তিনি গরীব কল্যাণ ও সুশাসনের নতুন যুগ এনেছিলেন। একইসঙ্গে গোটা বিশ্বকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত কতটা শক্তিশালী।’
Paid tributes to our former Prime Minister, Bharat Ratna Atal Bihari Vajpayee Ji at the 'Sadaiv Atal' memorial.
पूर्व प्रधानमंत्री भारत रत्न अटल बिहारी वाजपेयी जी की पुण्यतिथि पर ‘सदैव अटल' स्मारक जाकर उन्हें श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/zjkny4aavB
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) August 16, 2022
রাজনাথ সিং টুইট করেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির পুণ্যতিথিতে তাকে নতমস্তকে প্রণাম জানাই। দেশের জন্য তার অবদান কোনওদিন ভোলা যাবে না। ভারতের বিকাশ যাত্রায় যার অবদান অবিস্মরণীয়।’
अटलजी की पुण्यतिथि पर उन्हें अपनी भावपूर्ण श्रद्धांजलि अर्पित की। उनकी स्मृति को कोटि-कोटि नमन। pic.twitter.com/EjVPHvzAEk
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) August 16, 2022
উল্লেখ্য বিজেপি সরকারের আমলে অটল বিহারী বাজপেয়ী সড়ক উন্নয়নে নির্মাণ করেন গোল্ডেন কোয়াড্রাঙগুলার যা ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করেছিল। ২০০৫ সালের পর থেকে সক্রিয় রাজনীতিতে অবসরের ঘোষণা করেন বাজপেয়ী। কোনওদিন সাধারণ নির্বাচনে লড়বেন না বলেও জানান। আগামিদিনে আডবাণী ও প্রমোদ মহাজনকে বিজেপির উত্তরাধিকার সঁপে দেন তিনি।
আরো পড়ুন:Sukanta Majumder:’অনুব্রত মণ্ডল তো কিছুই করেননি’মুখ্যমন্ত্রী কেষ্টর পাশে দাঁড়াতেই কটাক্ষ সুকান্তর!