আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানে বিজেপিকে জল কামান নিয়ে আটকানো হবে। পুলিশ আটকানোর চেষ্টা করলে,ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখবেন।অভিযানের আগেই এমন পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মঙ্গলবার সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।মূলত মঙ্গলবার বারাসাতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আর সেই শিবির উপলক্ষে এদিন মধ্যমগ্রাম থেকে বারাসাত হেলা বটতলা পর্যন্ত একটা বাইক রেলির আয়োজন করা হয়।আর এদিন কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।সুকান্তবাবুকে বাইক চালাতে দেখা যায় এদিন।র‌্যালি শেষে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি।এদিনের জনসভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেন সুকান্ত।আর সেখানেই মমতা সরকারের উপর চাপ বৃদ্ধি করতে একের পর এক বিষয়ে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সুকান্ত বাবু বলেন,-‘সমাজের সর্বস্তরের মানুষ এখন এই সরকারের ওপর বীতশ্রদ্ধ,মানুষ চাইছে না এই সরকারা আর থাকুক।এই সরকার শুধুমাত্র পুলিশের জোরে টিকে আছে।’পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুইতোকারি করা নিয়েও সমালোচনা করেন তিনি।এরপরই নবান্ন অভিযান নিয়ে তার হুঁশিয়ারি,-‘চোর নেতারা ভবিষ্যত প্রজন্মকে নষ্ট করছে। তার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে। সকলে ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন। ডান্ডা-ঝান্ডা নিয়ে নবান্ন অভিযান হবে।’‌ এরপরই অবশ্য এই মন্তব্যের সাফাই দেন সুকান্ত। তাঁর কথায়, ‘‌নবান্ন অভিযানে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। জলকামান চালায়। ঝান্ডা উঁচু করে ধরতে তো ডান্ডা লাগবেই।আর তা না হলে থাকবে না তো পতাকা।’‌

তিনি আরো বলেন,-‘হিংসার পাল্টা হিংসায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না,ভারতীয় জনতা পার্টি সংবিধানকে বিশেষ করে। সংবিধান বলছে আমাদের ওপর যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে, আমাকে যদি কেউ গুলি করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে।ভারতীয় সংবিধানের এই অধিকারকে আমরা প্রয়োগ করবো।’

 

আরো পড়ুন:Sukanta Majumder:’অনুব্রত মণ্ডল তো কিছুই করেননি’মুখ্যমন্ত্রী কেষ্টর পাশে দাঁড়াতেই কটাক্ষ সুকান্তর!