এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর এবার আন্দোলনরত টেট চাকরিপ্রার্থীদর সঙ্গে আগামীকাল আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।বুধবার বিকাশ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলেই জানা গেছে।

মূলত ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন সেখানে পৌঁছে গিয়েছিলেন টেট চাকরিপ্রার্থীরাও।কিন্তু সেইদিন অভিষেকের পক্ষে টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। যদিও তৃণমূলের তরফে কুণাল ঘোষ আশ্বাস দিয়েছিলেন, টেট চাকরিপ্রার্থীদের কথাও অন্যদিন শোনা হবে।সেই মতো এবার টেট চাকরিপ্রার্থীদের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

সূত্রের খবর,শিক্ষামন্ত্রীর সঙ্গে টেট চাকরিপ্রার্থীদের এই বৈঠকে থাকতে পারেন শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকরা।এবার টেট চাকরিপ্রার্থীদর সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না,সেই দিকেই নজর সকলের।

 

আরো পড়ুন:Bratya Basu:সোমবারই এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর!