আর মাত্র দু’দিন পরেই স্বাধীনতা দিবস। এর আগেই নেটমাধ্যমে নিজের ডিপি বদলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। নিজের ছবির বদলে দিয়েছেন জাতীয় পতাকার ছবি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই যেন নেটমাধ্যমে জাতীয় পতাকার ছবি রাখেন।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনের দু’দিন আগেই ধোনি (MS Dhoni) তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিপি পরিবর্তন করলেন। সেখানে ভারতের জাতীয় পতাকার ছবি দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুত্রের খবর, পতাকার তলায় ইংরাজি, হিন্দি এবং সংস্কৃত হরফে লেখা রয়েছে, ‘আমি এক জন ভারতীয় হতে পেরে ধন্য।’

আরও পড়ুন: Virat Kohli: এশিয়া কাপে রান পেতে মরিয়া বিরাট

ধোনি (MS Dhoni) যদিও নিজে নেটমাধ্যমে খুব বেশি সক্রিয় নয়, তবে এই অ্যাকাউন্টে তাঁকে অনুসরণ করেন তিন কোটি ৯০ লক্ষের বেশি মানুষ। ৪১ বছরের উইকেট রক্ষক-ব্যাটার ভারতের টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল।