এবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রসঙ্গে মুখ খুললেন সাংসদ সৌগত রায়।শুক্রবার সাংসদ সৌগত রায় (Sougata Roy) জানান, অনুব্রত মণ্ডল নিয়ে দল এখনও কোনও চূড়ান্ত অবস্থান নেয়নি।

সৌগত রায়ের (Sougata Roy) কথায়,”কারণটা বুঝতে হবে। অন্য মামলায় যাই হোক, অনুব্রত মণ্ডল সম্পর্কে পাবলিক ডোমেনে খুব ক্লিয়ার কিছু অভিযোগ আসেনি। অনুব্রতর কাছ থেকে কি টাকা পাওয়া গেছে? বাড়তি সম্পত্তি দেখা গেছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনুব্রত সিবিআইয়ের ১০ বারের সমন উপেক্ষা করেছেন বলে গ্রেফতার করা হল। কিন্তু পাবলিক ডোমেনে আমরা জানি না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জটা কী। কারণ এর আগে এনামুল হোসেন, সায়গল হোসেনের নাম চার্জশিটে এসেছে, অনুব্রতর নাম তো চার্জশিটে আসেনি। তা হলে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো ১০০ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে গ্রেফতারের কারণ কী? এটা আমাদের কাছে স্পষ্ট নয়। সেটা আমরা আগে স্পষ্ট করে জেনে নিয়ে যা করার করব। আমাদের দলের খুব স্পষ্ট অবস্থান, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কারও কাজে যদি সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে তাঁকে আমরা রেয়াত করব না।”

অর্থাত্‍ সৌগত রায়ের (Sougata Roy) বক্তব্যে স্পষ্ট, অনুব্রত মণ্ডলের জন্য অবস্থান জানানোর আগে ঘটনা পরম্পরার উপর নজর রাখছে দল। একইসঙ্গে সৌগত রায় বলেন, “আমরা তো বারবারই বলছি ইডি, সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ইডি, সিবিআই কাউকে সার্চ করল, গ্রেফতার করল, সেটাই চূড়ান্ত কথা এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই। আমাদের ছাত্র যুবরা যে মিছিল করছে, দাবি কিন্তু একটাই, ইডি-সিবিআইয়ের তদন্তে যেন স্বচ্ছতা থাকে। যদি তৃণমূলের লোকেরা গ্রেফতার হয়, তা হলে যে শুভেন্দুর বিরুদ্ধে সারদা মালিক প্রকাশ্যে অভিযোগ করলেন, তাঁকে কেন একবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হল না?”

 

আরো পড়ুন:Anubrata : মেডিক্যাল টেস্টের জন্য আলিপুর সেনা হাসপাতালে অনুব্রত