ঘরোয়া এই উপাদান রূপচর্চায় বিভিন্নভাবেই ব্যবহৃত হয়ে থাকে। এটি ব্রণ দূর করতে চমৎকার কাজ করে। বেকিংসোডার(baking soda )সঙ্গে পানি অথবা মিল্ড ক্লিনজার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট ত্বকে কিছুক্ষণ ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মোলায়ে ত্বক দেখতে পাবেন।

 

নারকেল তেল ব্ল্যাক হেডস দূর করতেও অনেক ভূমিকা রাখে। এক চা চামচ বেকিং সোডা(baking soda ) আর তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে হোয়াইটহেডস ওপর লাগিয়ে আলতো করে ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ঠিকমতো করলেই হোয়াইটহেডস (Whiteheads) চলে যাবে।

 

 

ত্বক থেকে ফাটা দাগ দূর করতে সাহায্য করবে লেবুর রস ও বেকিং সোডা। সমপরিমাণ লেবুর রস ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফাটা দাগ আছে সেখানে ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। এরপর সেখানে ব্যবহার করুন ময়েশ্চারাইজার। এতে উপকার পাবেন।

 

 

কোনও ধরনের মেকআপ তুলতে মধু ও বেকিং সোডার মিশ্রণ দারুন কাজ করে । এই পদ্ধতিতে মেকআপ তুলতে হলে প্রথমে একটি পরিষ্কার সাদা কাপড়ে অনেকখানি মধু ঢালুন। তার উপর ছড়িয়ে দিন খানিকটা বেকিং সোডা। এবার ওই মধু মাখানো কাপড় দিয়ে ধীরে ধীরে তুলে ফেলুন মেকআপ।

 

Image source-google